Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশনির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামি লিগ, মিলবে অনুমতি? - awami league wants...

নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামি লিগ, মিলবে অনুমতি? – awami league wants to participate in bangladesh upcoming election will be allowed


আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বলে জানিয়েছে আওয়ামি লিগ। আর, এই সময়েই বাংলাদেশের সরকারের তরফে আওয়ামি লিগ নিয়ে তাদের অবস্থানের কথা স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হল। আওয়ামি লিগকে কোনও রকম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আওয়ামি লিগ নয়, তাদের জোটসঙ্গীদের নিয়েও একই অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পরেই শনিবার, একটি সাংবাদিক বৈঠকে, এই কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম।আগামী বছরেই বাংলাদেশে নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচন কমিশন এবং ভোটার তালিকার সংস্কার করার পরেই সেখানে নির্বাচন করা হবে জানিয়েছেন ইউনূস। ইতিমধ্যেই সেখানে নির্বাচন করানো নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। এর পরেই মাহফুজ জানান, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়া হবে আওয়ামি লিগ ও তার মিত্রদের। নির্বাচনী কার্যক্রম শুরু হলে এই বিষয়গুলি আরও স্পষ্ট হয়ে উঠবে বলে জানিয়েছেন তিনি। এরই সঙ্গে মাহফুজ জানান, রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরেই খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হবে।

আগামী বছর বাংলাদেশে নির্বাচন? মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা
জানা গিয়েছে, সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে শনিবার রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসেন মুহাম্মদ ইউনূস। সেই আলোচনায়, আগের মতই ডাকা হয়নি আওয়ামি লিগ এবং তাদের জোটসঙ্গীদের। জাতীয় পার্টিকেও এই বৈঠকে ডাকা হয়নি। এরই সঙ্গে, একাধিক দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। দ্রুত নির্বাচন কমিশন এবং অন্য ক্ষেত্রে সংস্কারের কাজ শুরু করার দাবিও জানিয়েছে তারা ।

কী কারণে আওয়ামি লিগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে তার ব্যাখ্যাও দিয়েছেন মাহফুজ। তাঁর দাবি, গত তিনটি নির্বাচনে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামি লিগ। তবে, কীভাবে তাদের বাধা দেওয়া হবে সেটা জানাননি তিনি। আওয়ামি লিগ এবং তাদের জোটসঙ্গীদের নিষিদ্ধ করার বিষয়টি সরকার পর্যালোচনা করছে বলেও জানান মাহফুজ। সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার একা এই নিয়ে সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত