Homeদেশের গণমাধ্যমেভিনদেশের তরুণেরা এখন কোন বিষয়ে পড়তে আগ্রহী

ভিনদেশের তরুণেরা এখন কোন বিষয়ে পড়তে আগ্রহী


চীনের শিক্ষার্থীরা এখন কোন ধরনের বিষয়ের প্রতি আগ্রহী, জানতে যোগাযোগ করেছিলাম শহিদুল ইসলামের সঙ্গে। বাংলাদেশের এই তরুণ চীনের চিংহুয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। শহিদুল বলেন, ‘চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারডিসিপ্লিনারি মেজরগুলো বেশি গুরুত্ব পায়। অর্থাৎ, ধরুন আপনি তড়িৎ ও ইলেকট্রনিকসে ভর্তি হলেন। আপনাকে শুধু এর ছকে না বেঁধে ম্যাটেরিয়াল সায়েন্স বা সাসটেইনেবিলিটিও পড়ানো হবে। যদি পদার্থবিজ্ঞান, রসায়নের মতো বিষয় পড়েন, তা-ও আপনাকে অন্য অনেক বিষয় সম্পর্কে জানতে হবে। ওদের পড়ালেখার সঙ্গে আসলে কর্মক্ষেত্রের দূরত্ব খুব কম। যেমন কম্পিউটার সায়েন্স যারা পড়ে, তারা ইন্টারনেট অব থিংস, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স—এসব সম্পর্কেও ভালো ধারণা রাখে। তবে এককথায় যদি জানতে চান, আমি বলব, প্রযুক্তি–সংক্রান্ত বিষয়েই এ দেশে ছেলেমেয়েদের আগ্রহ বেশি।’

Photo by Keira Burton, Pexels



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত