Homeরাজনীতিনব্য বিএনপি হয়ে আ.লীগের নেতাকর্মীরা অনুপ্রবেশের চেষ্টা করছে: আমিনুল

নব্য বিএনপি হয়ে আ.লীগের নেতাকর্মীরা অনুপ্রবেশের চেষ্টা করছে: আমিনুল


বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আমাদেরই নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নব্য বিএনপি হয়ে দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এটা গ্রহণযোগ্য নয়। যদি এ রকম কোনও কর্মকাণ্ড প্রমাণিত হয়, আপনি আর বিএনপির রাজনীতি করতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার কামাল আহমেদ মজুমদার স্কুলে পল্লবী রূপনগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত-প্রতীক্ষিত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠন করার রাস্তা দ্রুত সময়ের ভেতর তৈরি করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড্যাব-এর ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মো. হানিফ মিয়া, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত