Homeরাজনীতিডেঙ্গু সচেতনতা বাড়াতে হাতিরঝিল থানা বিএনপির লিফলেট বিতরণ

ডেঙ্গু সচেতনতা বাড়াতে হাতিরঝিল থানা বিএনপির লিফলেট বিতরণ


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির হাতিরঝিল থানা শাখা। শনিবার (১৯ অক্টোবর) বিকাল তিনটায় রাজধানীর মগবাজার টিঅ্যান্ডটি মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেন, আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। দেশনায়ক তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হবে।

এসময় তিনি সকল ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গুমুক্ত এলাকা গড়ে তোলার জন্য দলের নেতা-কর্মীদের আহ্বান জানান।

হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাবেক ছাত্রনেতা আবুল মনসুর খান দীপক, বিএনপি নেতা মোহাম্মদ আলী, শেখ আমির হোসেন প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত