Homeআওয়ামী লীগছাত্রলীগ কর্মী খুন

ছাত্রলীগ কর্মী খুন

রাজবাড়ী শহরের বিনোদপুরে তানভীর মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে বিনোদপুরের বাবু সিকদারের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবাররাত ৯ টার সময় রাজবাড়ী শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মিয়া (২২) কে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পেটে ছুরিকাঘাত করে। তাকে লোকজন দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাত ১০টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে সে মারা গেছে বলে শোনা যাচ্ছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলা যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত