শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রবিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে তাদের এই কর্মসূচি সফল প্রতিহত করতে রাজপথে অবস্থান নিয়েছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল এবং সংগঠন। এই পরিস্থিতিতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল সফল করতে কর্মীদের জন্য কিছু বার্তা দিয়েছে আওয়ামী লীগ। যা দলটি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছে। বার্তাগুলো হলো-
>আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, আমরা কোনোরকম নাশকতার ফাঁদে পা দেব না।
> কাউকে পুলিশ, র্যাব কিংবা সেনাবাহিনী আটক করতে গেলেই সমস্বরে জয় বাংলা স্লোগান দেবেন, আশপাশের সবাই তাকে উদ্ধারের জন্য চলে যাবেন।
> কোনো অবস্থাতেই নিজের মোবাইলে কোনো তথ্য রাখবেন না।
> পরিচিত সহযোদ্ধাদের নাম ভিন্ন নামে মোবাইলে সেভ করে রাখবেন।
> সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কোড ওয়ার্ডে কথা বলবেন।
> যেখানে জমায়েত হওয়ার কথা ছোট ছোট গ্রুপে মুভ করবেন।
> বাঁধা আসলে পুলিশকে স্মরণ করিয়ে দেবেন তারা কাদের পক্ষ নিচ্ছে? কারা তাদের রাস্তায় ঝুলিয়ে মেরেছে?
> সেনাবাহিনীর সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাবেন না, তারা মিছিলে বাঁধা দেবে না।
এদিকে, আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নিয়েছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন। রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে দুজনকে মারধরের পর পুলিশে দেয়া হয়।
রবিবার সকাল থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয় পাহারা দেন ছাত্র-জনতা। আর বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে, প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।