Homeআওয়ামী লীগশেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা


রাজধানীর হাতিরঝিলে মো. বাবু নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪ নভেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি রেকর্ড হয়েছে। মামলার বাদী হলেন মো. বাবুর খালাতো ভাই মো. ইসমাইল হোসেন। মামলায় বলা হয়, গত ১৯ জুলাই বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। মিছিলে অংশ নেন বাবু। একপর্যায়ে পুলিশসহ অন্য আসামিরা ছাত্র-জনতার মিছিলে গুলি ছোড়ে। তখন বাবু গুলিবিদ্ধ হন। পরে তাঁকে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় শেখ হাসিনা ছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তসহ অন্যদের আসামি করা হয়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত