Homeবিনোদনযে কারণে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা

যে কারণে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা


বলিউডের দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একটা সময় বি-টাউনে নিয়মিত কাজ করেছেন তিনি। তবে এখন আর হিন্দি সিনেমায় সেভাবে দেখা যায় না তাকে। পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানেই কাজ করছেন তিনি।

প্রিয়াঙ্কার হলিউড সফর একেবারে সহজ ছিল না। শুরুর দিকে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অভিনয় করতে হয়েছে ‘বি-গ্রেড’ সিনেমাতেও। যা নিয়ে একাধিকবার প্রশ্নের সম্মুখীনও হতে হয় তাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই নায়িকা। খবর : কইমই

প্রিয়াঙ্কা বলেন, ‘একটা সময় বলিউডে আমি ক্রমেই কোণঠাসা হয়ে যাই। আামাকে কোনো সিনেমায় নেওয়া হচ্ছিল না। সবার সঙ্গে মতের অমিল হতে শুরু করে। তখন আমি বঝতে পারি ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি, এই খেলায় আমি পারদর্শী নই। এরপর ভাবলাম কাজ থেকে বিরতি নেওয়া দরকার। কারণ আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

এরপর হলিউডে বি-গ্রেড ছবিতে কাজের কারণ ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘বলিউডের এমন অভিজ্ঞতা হওয়ার পর, আমি হলিউডের যে কোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম। কারণ ইংরেজি ভাষায় ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে। ছোট চরিত্রে অভিনয়ের এটাই ছিল প্রধান কারণ।’

সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে বেশ কয়েকটি হলিউডের সিনেমায় সিনেমায়। এ ছাড়াও তার নিজের প্রযোজনা সংস্থা থেকেও মুক্তি পাবে আরও কয়েক সিনেমা।

প্রিয়াংকা হলিউডে ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সম্প্রতি ‘সিটাডেল’ এর মতো প্রজেক্টে কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত