দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ দুই টেস্ট সিরিজে টপ অর্ডার থেকে বড় রান পায়নি বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ দিনে সংবাদ সম্মেলনে ওপরের দিকের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে কথা বলেছিলেন নাজমুল।
এবার ওয়ানডেতেও একই চাওয়া হলেও ব্যাটসম্যানদের উপভোগও করতে বলেছেন অধিনায়ক, ‘যেকোনো সংস্করণে শুরুটা গুরুত্বপূর্ণ। যাঁরা টপ অর্ডারে ব্যাট করে, তাঁরা চাপ নিয়ে খেলুন, সেটা চাই না। আমি চাই, তাঁরা উপভোগ করুন। সামর্থ্য অনুযায়ী দলের জন্যই খেলুন। ওয়ানডেতে আমরা অতীতে ভালো করেছি। হ্যাঁ, আফগানিস্তান অবশ্যই ভালো দল। তবে আমাদের যে দল আছে, শক্তি অনুসারে খেলতে পারলে অবশ্যই ভালো হবে।’
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু আজ বিকেল চারটায়।