Homeজাতীয়ইসি গঠনে সুপারিশ দিতে নাম চেয়েছে সার্চ কমিটি

ইসি গঠনে সুপারিশ দিতে নাম চেয়েছে সার্চ কমিটি


নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে নাম চেয়েছে সার্চ কমিটি। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্টে সার্চ কমিটির প্রথম বৈঠকে এই নাম চাওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে সার্চ কমিটি আগ্রহী ব্যক্তিদের আহ্বান করছে।

‘রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো আগামী ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক পাঁচ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।’

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা gfp_sec@cabinet. gov. bd ইমেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

প্রথম বৈঠক শেষে সার্চ কমিটির কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, সৎ, নির্ভীক ও দক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। সার্চ কমিটি তাদের বৈঠকে কর্মপদ্ধতি ঠিক করবে। অন্যান্য কাজগুলো কীভাবে হবে তারা তা নির্ধারণ করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে সার্চ কমিটিকে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে হবে। রাষ্ট্রপতি কবে নির্বাচন কমিশন গঠন করবেন সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে গত ৩১ অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। ছাত্র-জনতার গণ-আন্দোলনে সরকার পতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে।

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুই জন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। রাষ্ট্রপতি সেখান থেকে নির্বাচন কমিশন গঠন করবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত