যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জে ডি ভ্যান্স। মঙ্গলবার ( ৫ নভেম্বর ) রাজ্যের সিনসিনাটির ভিক্টরি পার্কওয়েতে সেন্ট অ্যান্থনি অব পাদুয়া গির্জায় স্থাপন করা কেন্দ্রে ভোট দেন রিপাবলিকান এ রাজনীতিক। এ সময় তার সঙ্গে স্ত্রী উষা ও সন্তানেরা ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ভোট দেওয়ার পর জে ডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, আমার ভালো লাগছে। চূড়ান্ত ফলাফলের আগে কিছু বলা যায় না, কিন্তু এই নির্বাচনি দৌড় নিয়ে আমার অনুভূতি ভালো।
ভ্যান্স বলেন, ভোট দেওয়ার পর তার পরিবার বাড়ি ফিরবে, এরপর নির্বাচনের ফলাফলের জন্য পাম স্প্রিংসের উদ্দেশ্যে রওনা হবে।
তিনি আরও বলেন, তিনি জয়ের আশা করেন। তবে শেষ পর্যন্ত তিনি চান যে নির্বাচন শেষে বিভাজনগুলো নিরাময় হোক।
ভ্যান্স বলেন, আমি মনে করি আমাদের বার্তা হলো, প্রথমত আমরা জয়ের প্রত্যাশা করি, তবে স্পষ্টতই, যেই জিতুক না কেন, দেশের অর্ধেক জনগণ কিছুটা হলেও হতাশ হবে। আমার দৃষ্টিভঙ্গি হলো, দেশকে ভালোভাবে শাসন করার চেষ্টা করা, আমেরিকান জনগণের জন্য যতটা সম্ভব সমৃদ্ধি সৃষ্টি করা এবং আমাদের সহনাগরিকদের স্মরণ করিয়ে দেওয়া যে আমরা মূলত একই দলের অংশ।