Homeবিনোদনরাজকুমারের সিদ্ধান্ত | কালবেলা

রাজকুমারের সিদ্ধান্ত | কালবেলা


বলিউডের অন্যতম আলোচিত তারকা অভিনেতা রাজকুমার রাও। হরর কমেডি ঘরানার সিনেমা ‘স্ত্রী ২’-এর মাধ্যমে বক্স অফিসে ঝড় তোলেন তিনি। এদিকে শোনা যাচ্ছে, হঠাৎ করেই পারিশ্রমিক বাড়িয়েছেন এ অভিনেতা। যদিও শিল্পীরা নিজেদের পারিশ্রমিকের বিষয়টি প্রকাশ্যে আনেন না। বেশিরভাগ ক্ষেত্রেই তারকাদের পারিশ্রমিক-সংক্রান্ত সংবাদের তথ্য ভুল দেওয়া হয়ে থাকে। তবে সূত্র বলছে, সিনেমাপ্রতি ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকারও বেশি) পারিশ্রমিক হাঁকাচ্ছেন রাজকুমার। খবর বলিউড হাঙ্গামা।

গুঞ্জন শোনা যাচ্ছে, রাজকুমারের ‘স্ত্রী ২’ বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে। ফলে এ অভিনেতা নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। এরই মধ্যে আর্থিক কারণে অসংখ্য সিনেমার অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। রাজের প্রত্যাখ্যান করা প্রজেক্টের তালিকায় বিকাশ বাহলের দরওয়াজা একটি। যেটি কি না কম পারিশ্রমিকে লুফে নিয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

এদিকে রাজকুমার রাও বলেন, ‘আমার কাজের সংখ্যা বেড়েছে এটি স্বীকার করছি। কাই পো চে, কুইন এবং শহীদে কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে শুরুটা ছিল। এখন আমিও ছোট রোল না করার চেষ্টা করছি। কেন্দ্রীয় চরিত্র নিয়েই এখন ভাবনা। তবে কেউ যদি আমাকে সত্যের মতো চলচ্চিত্রে সাপোর্টিং চরিত্রে কাজের অফার করে, তাহলে অবশ্যই তা করব। সে ক্ষেত্রে আমি নিজের অবস্থা থেকে সরে দাঁড়াব। তবে আমাকে তেমন চরিত্রে বা কাজে কেউ অফার করছে না। তেমন চরিত্র পেলে আমি আনন্দের সঙ্গে কাজটি করব।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী সিনেমার জন্য আমি সময় নিতে চাই। এ ছাড়া নাচ, গান, রোমান্টিক বা গালাগালির চরিত্র করতেও আমার কোনো আপত্তি নেই। তবে কাহিনি আমার কাছে অর্থপূর্ণ হতে হবে। সব ধরনের চরিত্রেই নিজেকে মেলে ধরেছি। রাগিণী এমএমএস একটি উদাহরণ। আমি সঠিক সময়ে হিন্দি সিনেমায় আছি। বছর পাঁচেক আগে হলেও আমি শহীদ বা সিটিলাইটস পেতাম না। চরিত্র, গল্প এবং তারপর প্রযোজক—এ তিনটি দিক দেখেই আমি কোনো সিনেমা গ্রহণ করি।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত