Homeবিনোদনসিনেমার গল্পে জীবনের ছোঁয়া চান রুনা

সিনেমার গল্পে জীবনের ছোঁয়া চান রুনা


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বিটিভির শিশুদের অনুষ্ঠান ‘সিসিমপুর’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, ওয়েব ফিল্মসহ বিনোদনের নানান মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন।

রুনা খান ওয়েব ফিল্ম ‘অসময়’-এ একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। গল্পে উঠে এসেছিল উচ্চবিত্ত শ্রেণির মানুষের পারিবারিক জীবনের টানাপোড়েন। রুনা বলেন, ‘অসময় আমাকে সুসময় এনে দিয়েছে।’

শুধু পর্দার সামনেই নয়, ব্যক্তিগত জীবনেও ফিটনেস ও সৌন্দর্যের প্রতি তার যত্নশীল মনোভাব তাকে নানাভাবে আলোচনায় রেখেছে। নিজের সৌন্দর্য নিয়ে রুনা খান মজা করে বলেন, ‘চেহারা আল্লাহ নিজের হাতে বানায়, আবার বাবা-মায়েরও একটা বিষয় রয়েছে। তবে চেয়েছি নিজেকে গুছিয়ে সবার সামনে আনতে। সেটিই করেছি মাত্র।’

কাজের ব্যস্ততাপূর্ণ সময়েও রুনা খান বরাবরই তার সহকর্মীদের প্রতি আন্তরিক। ছোট পর্দার সুপরিচিত অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এ অভিনেতার সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে। তবে তার ভালোবাসা শুধু মোশাররফ করিমের জন্যই নয়; প্রতিটি সহশিল্পীর প্রতিও সমান ভালোবাসা রয়েছে বলে জানান তিনি। এ অভিনেত্রী মনে করেন, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, যাদের সঙ্গে কাজ করতে পারা একটি বিশেষ সুযোগ।

রুনা খানের অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তার মতে, তিনি গল্পনির্ভর চলচ্চিত্রে বিশ্বাস করেন। দর্শক হিসেবে সব ধরনের সিনেমা দেখেন, তবে কাজ করতে চান সেই গল্পগুলোতে, যেখানে জীবনের ছোঁয়া পাওয়া যায়। তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাশের ‘দাফন’।

রুনার এ যাত্রা তার প্রতিভা ও পরিশ্রমেরই প্রমাণ। গল্পনির্ভর চরিত্রে অভিনয়ের জন্য নিজের গভীর মনোযোগ ও সমর্থন তাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে ভক্তরা আশাবাদী। সামনে জাহিদ হাসান পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানান তিনি।

রাজিবুল হোসেনের ‘বালুঘড়ি’র মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু রুনা খানের। সেটি ২০০৬ সালের কথা। এর দুই বছর পর একই পরিচালকের ‘উনাদিত্য’ সিনেমায়ও কাজ করেন তিনি। সে সময় ‘বাথান’ নামেও একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন রুনা। পরবর্তী সময়ে ‘ছিটকিনি’, ‘হালদা’ ও ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত