Homeদেশের গণমাধ্যমেলাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি একই ওয়ার্ডের মো. ইউসুফের মেয়ে।

স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।

নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান বলেন, নিহতের পিতা পেশায় একজন দিনমজুর। বজ্রপাতে তার মেয়ের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আমিন বলেন, বজ্রপাতে শিশু মৃত্যুর বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত