Homeঅর্থনীতিঢাকায় দুই দিনের ডেনিম প্রদর্শনী শুরু সোমবার

ঢাকায় দুই দিনের ডেনিম প্রদর্শনী শুরু সোমবার


বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৭ তম আসর বসছে আগামীকাল সোমবার। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের আয়োজনে ঢাকার পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই দিনব্যাপী এক্সপো অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, স্পেন ও ইতালির ৪৪ টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। তাদের মধ্যে রয়েছে ডেনিম কাপড় উৎপাদনকারী মিল, ডেনিম ও নন-ডেনিম পোশাক প্রস্তুতকারক, ওয়াশিং লন্ড্রি, সরঞ্জাম, রাসায়নিক ও যন্ত্রপাতি উৎপাদক এবং বিক্রেতা প্রতিষ্ঠান।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দ্য ব্লু নিউ ওয়ার্ল্ড শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠেয় এবারের ডেনিম এক্সপোতে পরিবেশবান্ধব চর্চা, দায়িত্বশীল ফ্যাশন ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি পোশাক খাত নিয়ে একাধিক সেমিনার হবে। এতে সরকারের কর্তাব্যক্তিরা ছাড়াও উদ্যোক্তা, অর্থনীতিবিদ ও বিদেশি ক্রেতা প্রতিনিধিরা অংশ নেবেন।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে পোশাক ও বস্ত্র খাত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাই সম্মিলিতভাবে কার্যকর কৌশল প্রণয়নের এখনই সময়। আশা করা যায়, এতে যেমন এখনকার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যাবে, তেমনি সামনে যেসব সুযোগ আছে, সেগুলো কাজে লাগানোর ক্ষেত্রে সহায়ক হবে। আমরা একসঙ্গে শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত