মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরীর বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় ডিএমপির বিশেষ এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।