Homeদেশের গণমাধ্যমেসেই বিধবার পাশে রিজভী, বললেন ‘অপরাধী বিএনপি করলেও ছাড় পাবে না’

সেই বিধবার পাশে রিজভী, বললেন ‘অপরাধী বিএনপি করলেও ছাড় পাবে না’


ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে আসমা নামে এক বিধবার বাড়ি স্থানীয় এক বিএনপি নেতা ভেঙে দিয়েছেন, এমন অভিযোগে সরেজমিনে দেখা করে ওই ভুক্তভোগী নারীর পাশে দাঁড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সেখানে যান।

এ সময় বিএনপির ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান রিজভী। তিনি জানান, ভুক্তভোগী পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মুখপাত্র আরও বলেন, ‘অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।’

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামান তুষার প্রমুখ।

প্রসঙ্গত, বছর ছয়েক আগে আসমা বেগমের স্বামী মারা যায়। সহায়-সম্বল বলতে স্বামীর রেখে যাওয়া সরকারি জায়গায় একটি টিনের ঘর রয়েছে তার। খেয়ে না খেয়ে ওই ঘরেই কোনোমতে মাথা গুঁজে দিন পার করছিলেন। সম্প্রতি সেই ‘জায়গা দখলের’ উদ্দেশ্যে হামলা চালিয়ে ঘরটি ভেঙে দিয়েছেন সালাহউদ্দিন কবির নামে এক ব্যক্তি। তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করছেন।

এ ঘটনার পর আসমার অঝোরে কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত