আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি ইকবাল কবিরের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে শহিদুল আলম তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করেন। রিটে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ এবং মামলার তদন্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়।
২০২১ সালের ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ৬ আগস্ট পুলিশ তাকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার দেখায়।
শহিদুল আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকানি দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৫ আগস্ট একটি বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন শহিদুল আলম। তখন রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলছিল। ওই দিন রাতে আইসিটি আইনে শহীদুল আলমকে গ্রেফতার করা হয়। সাত দিন রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১০৭ দিন কারাভোগের পর ওই বছরের ২০ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান।