গোবর্ধন সিনেমাটির নায়ক। বয়সে তরুণ, মেধাবী, অবিবাহিত; পেশায় স্থপতি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তার বড় দুই ভাইয়ের একজন মাতাল, আরেকজন পরিকল্পনায় ব্যর্থ হয়ে কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অবসাদগ্রস্ত জীবন যাপন করে। তাদের স্ত্রী, সন্তান, মা—সবাই গোবর্ধনের ওপর নির্ভরশীল। বেতনের গোনা টাকায় অনেক হিসাব করে সংসার চালায় গোবর্ধন। কিন্তু এর জন্য তার মধ্যে কোনো বিরক্তি নেই, নেই আক্ষেপও। এমনকি দায়িত্ববোধ থেকে পালিয়েও বাঁচতে চায় না সে। উপরন্তু কীভাবে পরিবারের মানুষদের আরও ভালো রাখা যায়, সেই চেষ্টাতেই সব সময় নিজেকে ব্যস্ত রাখে।