১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। চলমান রঞ্জি ট্রফির মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।
অভিজ্ঞ এই ক্রিকেটার ভারতের হয়ে খেলেছেন ৪০টি টেস্ট। অবসরের ঘোষণা সোশ্যাল মিডিয়া পোস্টে দেন তিনি। বর্তমানে বাংলার হয়ে কর্নাটকের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ত্রিপুরারর হয়ে দুই বছর খেলোয়াড়-মেন্টরের ভূমিকা পালনের পর বাংলায় যোগ দিয়েছেন। তার আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা করেছিলেন। তার পরামর্শেই ফিরে আসেন বাংলায়।
সোশ্যাল মিডিয়া পোস্টে ঋদ্ধি লিখেছেন, ‘ক্রিকেটে অবিস্মরণীয় যাত্রাপথে এই মৌসুমই হতে যাচ্ছে আমার শেষ। অবসরের আগে বাংলার হয়ে শেষবার এই মৌসুমে প্রতিনিধিত্ব করতে পারছি দেখে সম্মানিত বোধ করছি। এখন এই মৌসুমকে স্মরণীয় করে রাখতে চাই।’
২০১৪ সালে টেস্ট থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর দলের প্রথম পছন্দের উইকেটকিপার ছিলেন ঋদ্ধিমান সাহা। সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২১ সালে। তখনই তাকে ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, দল এখন আর তাকে চাইছে না। তখন হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড়।
ওই মুহূর্তে ঋষভ পান্তের আবির্ভাবই মূলত পরিস্থিতি জটিল করে ফেলে। তার পরেও দ্বিতীয় পছন্দের কিপার হিসেবে খেলা চালিয়ে গেছেন।
আইপিএলেও হয়তো আসন্ন নিলামে তাকে দেখা যাবে না। তার আগে প্রতিটি সংস্করণেই খেলেছেন। অতিসম্প্রতি খেলেছেন গুজরাট টাইটান্সে। যাদের হয়ে ২০২২ সালে শিরোপা জিতেছেন তিনি। তার আগে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। পাঞ্জাবের হয়ে ২০১৪ সালের ফাইনালে উপহার দেন স্মরণীয় সেঞ্চুরি। তার পরেও রানার্স আপ হয় তার দল।