Homeবিনোদনপ্রথমবার মা হলেন মার্গো রবি

প্রথমবার মা হলেন মার্গো রবি


প্রথমবারের মতো মা হলেন হলিউডের অস্ট্রলিয়ান অভিনেত্রী মার্গো রবি। তার মা হওয়ার বিষয়টি হলিউডের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে। তবে তাদের পক্ষ থেকে ঘরে নতুন অতিথি কবে এসেছে সেটি জানানো হয়নি।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইল মেইল জানিয়েছে, মার্গো রবি ও টম একারলি দম্পতির ঘরে গেল ১৭ অক্টোবর নতুন অতিথির আগমন ঘটে। দুই সপ্তাহ আগে অভিনেত্রীর প্রসববেদনা শুরু হলে তাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

এর আগে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হওয়ার পর গত জুলাই মাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় এই অভিনেত্রীকে। স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তারপর মিডিয়া থেকে একবারই আড়ালে চলে যান।

২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো।

বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে। এ ছাড়া তার প্রযোজিত ‘সল্টবার্ন’ মুক্তি পেয়েছে। মার্গো অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত