বহিষ্কার হওয়া ওই তিন নেতা হলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক হোসেন আলী এবং ঝিনাইগাতী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক মিয়া।
এ বিষয়ে আজ রোববার সকালে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে বহিষ্কার করা হয়েছে।