Homeদেশের গণমাধ্যমেমোটরসাইকেলে ঘুরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছিনতাই করতো তারা

মোটরসাইকেলে ঘুরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছিনতাই করতো তারা


চট্টগ্রাম মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতো একটি সংঘবদ্ধ চক্র। চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আরিফুল ইসলাম ইমন (২১), আরমান (২০) ও রাসেল (২১)।

শনিবার (২ নভেম্বর) ভোরে বন্দর থানার কাস্টমস হাউজ এলাকার পশ্চিমে এক্সপ্রেসওয়ের পতেঙ্গাগামী লেন থেকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেল এবং একটি ধারালো ছুরি জব্দ করে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টহল ডিউটিকালে শনিবার ভোরে এক্সপ্রেসওয়ের কাস্টমস হাউজ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা মূলত মোটরসাইকেলে ঘুরে অন্য মোটরসাইকেল চালকসহ অটোরিকশা যাত্রীদের টার্গেট করে ছিনতাই করতো। তাদের কাছ থেকে ধারালো ছোরা এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা হয়েছে।

ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পথচারীদের বিভিন্ন রকম অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামি ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এডিসি তারেক।

এমডিআইএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত