Homeদেশের গণমাধ্যমেপ্রধান উপদেষ্টাকে সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিলেন নারী ফুটবলরা

প্রধান উপদেষ্টাকে সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিলেন নারী ফুটবলরা


সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ফুটবল দলের সদস্যরা তাদের সাইন করা জার্সি ও ফুটবল প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে যমুনার গেটে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘স্যারসহ আমরা সবাই সকালের নাস্তায় অংশ নিয়েছি। তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেগুলো সমাধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেবেন বলে নারী ফুটবল দলকে আশ্বস্ত করেছেন। ফুটবল দলের সব সদস্যের সাইন করা জার্সি ও ফুটবল প্রধান উপদেষ্টাকে উপহার দিয়েছেন।’

শনিবার সকাল সাড়ে ১০টার পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাস করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে পৌঁছান নারী ফুটবল দল। অনুষ্ঠানে যোগ দেন নারী ফুটবল দলের সব সদস্য, কোচ পিটার বাটলারসহ ২৫ জন। তবে ছিলেন না বাফুফের কোনও কর্মকর্তা।

নারী ফুটবল দলের সদস্যদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে তাদের সঙ্গে মতিবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় আরও ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রাথমিক ও গণশিক্ষা বিধান চন্দ্র রায় পোদ্দার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্ট্রা সুপ্রদীপ চাকমা।

অনুষ্ঠানে নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার, অধিনায়ক সাবিনা খাতুনসহ প্রায় সব সদস্যই কথা বলেন। খেলোয়াড়দের সঙ্গে সকালের নাস্তায় অংশ নেন প্রধান উপদেষ্টাসহ অন্য অতিথিরা।

বেলা ১২টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বাফুফের বাসে করে বের হন নারী ফুটবল দলের সদস্যরা। তবে সেখানে কোনও বক্তব্য রাখেননি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মতবিনিময়ে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমরা অনেক বাধা অতিক্রম করে এই পর্যায়ে এসেছি। এটি শুধু নারী ফুটবল দলের বিষয় নয় বরং বাংলাদেশে নারীরা সাধারণভাবে অনেক সংগ্রামের সম্মুখীন হন।’

সাবিনা জানান, তাদের মধ্যে অনেকেই সাধারণ পরিবারের সদস্য এবং পরিবারের জন্য সহায়তা করতে হয়। তিনি বলেন, ‘আমাদের বেতন এত বেশি নয় যে আমরা অনেক সহায়তা করতে পারি।’

সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও বাফুফে কর্মকর্তাদের আমন্ত্রণ না জানানোর বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘বাফুফের সভাপতি দেশে ছিলেন না। যে কারণে তাদের কেউ নেই। আমাদের কাছে যে ২৫ জনের তালিকা এসেছিল, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে সহকারী কোচ ও গোলরক্ষক কোচের নাম ছিল না।’

নারী ফুটবল দলের অনেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বলে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘তাদের পরিবারের অনেক বিষয় আছে, রাস্তাঘাটের বিষয় আছে। যেখানে সরকারের বিভিন্ন অঙ্গ জড়িত। তারা সেটা সমাধানের জন্য কাজ করবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত