এনপি ‘রাতের ভোট’ চায় না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চায় না, তিনি বলেছেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক 1 নভেম্বর 2024 সালে ঝিনাইদহে এক স্মরণসভায়। ছবি: বাসস
“>
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক 1 নভেম্বর 2024 সালে ঝিনাইদহে এক স্মরণসভায়। ছবি: বাসস
পতনশীল স্বৈরশাসকের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে এবং আবু সাঈদ, মুগধো ও ওয়াসিমের মতো শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষায় তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আজ (১ নভেম্বর)।
“আবু সাঈদ, মুগধো, ওয়াসিমের মতো শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ষায় আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনা ডলারভর্তি স্যুটকেস নিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন এবং তিনি এখনও তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।” পতিত স্বৈরশাসকের ভূতের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে,” বলেছেন সংসদের সাবেক বিরোধী প্রধান হুইপ ফারুক।
ঝিনাইদহ-২ জেলার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন বিএনপি নেতা।
ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষকদল নেতা ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, মসিউর রহমানের বিধবা স্ত্রী মাহবুবা রহমান শিখা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতা ডাঃ মোঃ ইব্রাহিম রহমান বাবু প্রমুখ।
জয়নুল আবদীন ফারুক আরও বলেন, বিএনপি ‘রাত্রিকালীন ভোট’ চায় না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চায় না, যোগ করে বলেন, “বিএনপি এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চায় সবাই তার পছন্দ অনুযায়ী ভোট দেবে।”
“শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে আইনঘর (অত্যাচার সেল) গড়ে তুলেছিলেন। তিনি বলতেন- ‘শেখ হাসিনা পালাবেন না’- কিন্তু গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। যেভাবে তার বাবা শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে ইয়াহিয়ার সঙ্গে যোগসাজশ করে রহমান পশ্চিম পাকিস্তানে দেশ ছেড়ে চলে যান, শেখ হাসিনাও ডলার ভর্তি স্যুটকেস নিয়ে ভারতে পালিয়ে যান।
মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ লুটপাটের রাজত্ব কায়েম করেছে দাবি করে জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।
তারা জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে না। দেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে। ব্যাংক ডাকাতি হয়েছে। শেখ পরিবারের সদস্যরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন। দেশের অর্থনীতি স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার ভূত দ্বারা ধ্বংস হয়েছে,” তিনি যোগ করেন।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামী সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, “আমরা বিশ্বাস করি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। ইনশা-আল্লাহ, তারেক রহমান নির্বাচিত হবেন। সেই নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে।