Homeজাতীয়বাউল সুকুমারের গানের মালিকানা চুরি

বাউল সুকুমারের গানের মালিকানা চুরি


‘বলবোনা গো আর কোনো দিন’, প্রেম করে মন দিলানা’, ‘আপন মানুষ চেনা বড় দায়’সহ অনেক জনপ্রিয় গানের শিল্পী বাউল সুকুমার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে আরও একটি হলো ‘মানুষ বড়ই স্বার্থপর’। বলা যায়, এটি তার সর্বশেষ জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। এ গানের দুটি ভার্সন মিলে অফিসিয়াল ভিউ ১১০ মিলিয়ন। ২০২২ সালে রোহান রাজের কথা ও সুর-সংগীতে গানটি ই সাউন্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়।

সে সময় গানটির গীতিকার-সুরকার ও প্রযোজনা প্রতিষ্ঠানের নামে কপিরাইটও করা হয়েছে। কিন্তু এরমধ্যেও ভারতে এ গানের মালিকানা চুরি হয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন রোহান রাজ ও প্রযোজনা প্রতিষ্ঠান ই সাউন্ড। ভারতের একটি রাজ্যের স্বপ্না মিউজিক ডিজিটাল (ওপিসি) প্রাইভেট লিমিটেড সম্প্রতি ই সাউন্ডকে কপিরাইট ক্লেইম দিয়েছে। হাফিজুর রহমান নামের একিজন গানটির মালিক বলে দাবি করছেন।

তার ঠিকানা, হাউস নং ০৬, কুর্শাকাটি, গুয়াহাটি, আসাম। গীতিকার ও সুরকার রোহান রাজ বলেন, ‘আমার এ গানটি ২০২২ সালে প্রকাশ হয়। সে সময় আমার নামে কপিরাইটও করেছি। কিন্তু ভারতের হাফিজুর রহমান নামের এই ব্যক্তি ২০২৩ সালে গানটি কপিরাইট করে তার দাবি করছেন। আমরা এরমধ্যে ইইুটিউব কতৃপক্ষকে সআমাদের প্রমানাদি সব দিয়েছি। আমি আশা করছি, আমার গানটা আমি ফিরে পাবো।’

তিনি আরও বলেন, ‘এমন অসৎ কাজের পেছনে আমাদের দেশের কিছু মানুষও হাফিজুরকে সহয়তা করেছেন বলে জেনেছি, সেটার প্রমানও আছে। কিন্তু আমি এখনই সেগুলো প্রকাশ করতে চাই না।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত