রাজধানীর মোহাম্মদপুর নতুন রাস্তা পুলপার এলাকা থেকে নবজাতকের (ছেলে) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।
রিয়াজুল ইসলাম নামে এক পথচারী নবজাতক রাস্তার পাশে পড়ে থাকতে দেখে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।