অপেক্ষা ঘুচল নিউজিল্যান্ডের। শারজাতে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে ১৪ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। আট বছর পর তারই প্রতিশোধ নিল দলটি।