Homeদেশের গণমাধ্যমেমিরপুরে শিক্ষার্থীদের মাঝে নেইবারসের স্কুলব্যাগ ও খাদ্য বিতরণ

মিরপুরে শিক্ষার্থীদের মাঝে নেইবারসের স্কুলব্যাগ ও খাদ্য বিতরণ


রাজধানীর মিরপুরে স্কুলের ৩২৩ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও পুষ্টিকর খাদ্য বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রকল্পের আওতায় অনুষ্ঠানের মাধ্যমে এসব জিনিসপত্র বিতরণ করা হয়।

একই সঙ্গে প্রকল্প এলাকার ৩৮০ জন শিশুর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত হবার ব্যাপারে উৎসাহিত করেন এবং সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুকে রুখে দিতে অনুপ্রাণিত করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন ভূঞা, সহ. সমাজকল্যাণ কর্মকর্তা, অঞ্চল-০২ (মিরপুর), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদা তাবাচ্ছুম, প্রজেক্ট ম্যানেজার, গুডনেইবারস মিরপুর প্রকল্প।

প্রসঙ্গত, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ শিশু অধিকার রক্ষার্থে কাজ করে। শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পৃক্ততা শিশুর সুরক্ষা ও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুড নেইবারস শিশুকে বিদ্যালয়ে ধরে রাখতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো- হামদান পুরষ্কার পেয়েছে এই উন্নয়ন সংস্থা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত