৩৭ বছর বয়সেও মেসির এমন নিবেদনকে অন্য চোখে দেখেন বেকহাম। ফার্ডিনান্ড তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ইন্টার মায়ামির বাকিরা অনুশীলনে আসার আগে মেসি জিমে কী করেন? উত্তর শুনুন বেকহামের মুখেই, ‘প্রস্তুতি নেয়। জিমে নিজেকে তৈরি করে। একজন তরুণের কাছ থেকে যা যা প্রত্যাশা থাকে, সে এই বয়সেও এসব করে যাচ্ছে। ক্যারিয়ারে সে যা কিছু জিতেছে, সেসব দেখে প্রত্যাশা করতে পারেন, এখন একটু রয়েসয়ে খেললেই পারে। তাকে যদি এক শব্দে বর্ণনা করতে হয়, তাহলে বলব—বিজয়ী। যা কিছু জিতেছে, সেই অর্থে নয়, কারণ সে এখনো ক্ষুধার্ত। এখনো শিরোপা জিততে চায়। খেলোয়াড়েরা ঠিকমতো কিছু করতে না পারলে এখনো রেগে যায়।’
বেকহাম বলে যান, ‘ম্যাচ হারলে সে এখনো রেগে যায়। এমনকি খেলতে না পারলেও মেজাজ হারায়। খেলতে না পারলে কিংবা চোটে পড়লেও প্রতিটি ম্যাচে থাকে। অথচ তার প্রতিটি ম্যাচেই থাকার প্রয়োজন নেই। ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে সে এমনই। অবিশ্বাস্য লাগে।’