Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশআগামী বছর বাংলাদেশে নির্বাচন? মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা

আগামী বছর বাংলাদেশে নির্বাচন? মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা

বাংলাদেশে নির্বাচন কবে হতে পারে তার ইঙ্গিত দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী বছরের মধ্যেই সেখানে নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা জানান, সেখানে আগামী বছরেই নির্বাচন করা সম্ভব।চলতি বছর, অগস্ট মাসেই গণঅভ্যুত্থানের জেরে পতন হয় শেখ হাসিনার সরকারের। তারপরেই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। সেখানে নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলেছেন ইউনূস। সেই সঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন এবং ভোটার তালিকার সংস্কার করার পরেই সেখানে নির্বাচন হবে।

অন্যদিকে, সেখানের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন যে বাংলাদেশে নির্বাচন হতে পারে ১৮ মাস পরে। সেনা প্রধান এই কথা বলার পর এই প্রথম কোনও উপদেষ্টা নির্বাচন নিয়ে সরাসরি কথা বললেন। এই সময়ের মধ্যেই সেখানে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। ওই নির্বাচন কমিশন আগে সঠিক ভোটার তালিকা তৈরি করবে এবং তারপরেই নির্বাচন হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাতে ‘মানবজমিন’ পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। ওই অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা এবং কোন পদ্ধতিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে সেটা নিয়েও কথা বলেন আসিফ নজরুল।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসেই নির্বাচন হয় বাংলাদেশে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের জন্য সরকার গঠন করেন শেখ হাসিনা। এই নির্বাচন বয়কট করার ডাক দিয়েছিল বিএনপি এবং আরও কয়েকটি রাজনৈতিক দল। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনা পদত্যাগ করার পরেই বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন সেখানের দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

তারপরেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মুহাম্মদ ইউনূস। কীভাবে সেখানে নির্বাচন হবে এবং এই ক্ষেত্রে সংস্কার করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। বিএনপি সহ বিভিন্ন দল সেখানে দ্রুত নির্বাচন করার দাবি জানিয়েছে। তবে সেই বৈঠকে ডাকা হয়নি আওয়ামি লিগকে।

আগেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানান, সেখানের নির্বাচনে অংশ নেবে আওয়ামি লিগ। বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন জয়।

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত