Homeজাতীয়“গোটা বাউফল যেন মাদকের হাট“ দৈনিক জনকণ্ঠের অনলাইনে সংবাদ প্রকাশের পর বাউফল...

“গোটা বাউফল যেন মাদকের হাট“ দৈনিক জনকণ্ঠের অনলাইনে সংবাদ প্রকাশের পর বাউফল থানার ওসিকে বদলি


যোগদান করার ৭ মাসের মাথায় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. কামাল হোসেনকে বদলি করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) তাকে বদলি করা হয় । পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে পটুয়াখালী কোট ইন্সেপেক্টর হিসেবে বদলি করা হয়েছে। 

তার এই বদলির খবর সন্ধ্যার দিকে শহরে চাউর হয়। “গোটা বাউফল যেন মাদকের হাট “দৈনিক জনকণ্ঠের অনলাইন সংস্করণে এই শিরোনামের সংবাদ প্রকাশের পর তাকে বদলি করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তবে অফিস  আদেশে  তার বদলিটি জনস্বার্থে উল্লেখ করা হয়েছে।

তার পরিবর্তে পটুয়াখালী ডিবির ইন্সেপেক্টর আক্তারুজ্জামানকে অফিসার ইনচার্জ হিসেবে বাউফল থানায় বদলি করা হয়েছে। যদিও তিনি এখন পর্যন্ত যোগদান করেননি।

মো. কামাল হোসেনকে  গত বছর ২২ সেপ্টেম্বর পটুয়াখালী কোট ইন্সেপেক্টর থেকে বাউফল থানার ওসি হিসেবে বদলি করা হয়।  তিনি এ থানায় অফিসার ইনচার্জ হিসেবে ৭ মাস চাকরি করেন।

মো. কামাল হোসেন বাউফল থানায় যোগদানের পর থেকেই রাজনৈতিক রাহাজানি, লুটপাট, দখল, চাঁদাবাজি, খুনখারাবিসহ নানা ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। 

ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বুধবার(২৩ এপ্রিল) দৈনিক জনকণ্ঠের অনলাইন সংস্করণে  “গোটা বাউফল যেন মাদকের হাট।” শিরোনামের একটি স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। 

এরপর ওইদিন দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পুলিশ সুপার তাকে বদলি করেন। 

তার বদলির খবর শুনে নাম প্রকাশ না করার শর্তে কয়েক পুলিশ সদস্য জানান, ওসি স্যার ঘুষ খেতেনা, হাদিয়া খেতেন। তার টেবিলের সামনে লিখে রাখেন “কোন দালালের মাধ্যমে নয়, সরাসরি আমার সাথে কথা বলেন।” অনেকেই এগুলো ভালো ভাবে নেয়নি।  

তিনি পটুয়াখালী কোর্ট থেকে এসেছিলেন, আবার তাকে পটুয়াখালী কোর্টেই বদলি করা হয়েছে।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত