Homeপ্রবাসের খবরনতুনবাজারে ময়লা ফেলে সড়ক আটকে দিলেন পরিচ্ছন্নতা কর্মীরা

নতুনবাজারে ময়লা ফেলে সড়ক আটকে দিলেন পরিচ্ছন্নতা কর্মীরা


ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নতুনবাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে রেখেছেন। এর ফলে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, বর্জ্যে ভরা ট্রাকগুলো সড়কের পাশে দাঁড় করানো রয়েছে, আর সেগুলোর পাশেই ছড়িয়ে আছে ময়লার স্তূপ, যা সড়কটিকে আরও সংকীর্ণ করে তুলেছে। বর্জ্য ব্যবস্থাপনার শার্ট বা ক্যাপ পরিহিত কর্মীরা নিজ নিজ ভ্যান উল্টে সড়কের ওপর ময়লা ফেলে দিচ্ছেন।

একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করা চয়ন নামে এক ভ্যানচালক জানান, তাদের তিন মাস ধরে কোনো বেতন দেওয়া হয়নি।

তবে বেতনা না পাওয়ার কারণে তারা এভাবে ময়লা ফেলছেন না বলে জানান তিনি। তিনি বলেন, “ডাম্পিং স্টেশনটি ইতোমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো সেটি পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি সেগুলো কোথায় ফেলবো?”

বর্জ্যের কারণে সড়কে কিছু স্থান প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে গাড়িগুলোকে ধীরে ধীরে পাশ কাটিয়ে যেতে হচ্ছে, আর এতে যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সাব্বির অভিযোগ করে বলেন, কর্মীরা ইচ্ছাকৃতভাবেই রাস্তায় ময়লা ফেলে দিচ্ছেন।

তিনি আরও বলেন, “সকাল ১১টা থেকেই তারা সড়ক অবরোধ করে রাখে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে তারা ময়লা ফেলতে শুরু করে।”

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানায়, ঘটনাটি নিয়ে তারা কিছুই জানেন না—যদিও এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে জুলাই মাসে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক অস্থিরতায় করপোরেশনের এক চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন পুড়ে যাওয়ায় বা ক্ষতিগ্রস্ত হওয়ায়, বাসাবাড়ির ময়লা সংগ্রহে অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারের কাজে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনঃব্যবহারযোগ্য করে কাজে লাগায় সিটি করপোরেশন।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত