ক্রমবর্ধমান চাকরির বাজারে এনএসইউর শিক্ষার্থীরা কীভাবে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারেন, তা নিয়ে ক্যারিয়ারবিষয়ক পরামর্শ ও হাতে-কলমে অভিজ্ঞতার সুযোগ ছিল এই সেমিনারে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এনএসইউর সিপিসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া। তিনি ক্যারিয়ার গড়তে প্রস্তুতির ওপর নানা দিকনির্দেশনা দেন। এ ছাড়া শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গঠনে সিপিসির ভূমিকাও তুলে ধরেন।