Homeবিনোদন‘দেনা পাওনা’র পর্ব আরও বাড়বে

‘দেনা পাওনা’র পর্ব আরও বাড়বে


একসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বাড়ছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে প্রচারিত হয়েছে ৩৬টি পর্ব।

দেনা পাওনা নাটকের গল্পে দেখা যায়, পড়ালেখা শেষ করার পর মা-বাবার সঙ্গে ঢাকায় বড় ভাইয়ের বাসায় আসে খায়রুল। তবে খায়রুলকে তার ভাই ও ভাবি পছন্দ করে না। ভাইয়ের শাশুড়িও চায় না সে ভাইয়ের বাসায় থাকুক। এদিকে খায়রুলকে পছন্দ করে ফেলে তার বেয়াইন নিপা। এভাবেই জীবনের নিত্যদিনের গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে দেনা পাওনার গল্প।

দেনা পাওনা নাটকে খায়রুল চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। এই নাটক দিয়েই বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। তাঁর বিপরীতে নিপা চরিত্রে আছেন তাবাসসুম ছোয়া। আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, এমএনইউ রাজু, এ বি রোকন, অনিক প্রমুখ।

দর্শক চাহিদার কারণেই ধারাবাহিকের পর্বসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্মাতা। সোহাগ রানা বলেন, ‘দেনা পাওনা নাটক থেকে দর্শকের যে ভালোবাসা পাচ্ছি তাতে অভিভূত। পরিবারের গল্প বলেই হয়তো দর্শক সহজে কানেক্ট করতে পারছেন। নাটকের প্রতিটি চরিত্রকে তাঁরা আপন করে নিয়েছেন। প্রতি সপ্তাহে দুই পর্ব প্রচারিত হলেও দর্শক আরও বেশি চাচ্ছেন। ইচ্ছা আছে সপ্তাহে একটি পর্ব বাড়ানোর।’ প্রতি মঙ্গল ও বুধবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় দেনা পাওনার নতুন পর্ব।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত