হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন পিরোজপুরের নেছারাবাদে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহ। পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকার আমানত নিয়ে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রাহকদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালক রহমাত উল্লাহর গ্রামের বাড়ি উপজেলার আরামকাঠিতে বিক্ষোভ করেন। এ সময় তারা সমিতির ম্যানেজার মো. বেল্লাল হোসেন, মো. শাকিল হোসেন, নিখিল তহসিলদারসহ মোট ৪ জনকে অবরুদ্ধ করে রাখেন।
নিলুফা নামে এক নারী অভিযোগ করে জানান, তিনি সমিতিতে এককালীন চৌদ্দ লাখ টাকা রেখেছেন। বিগত কয়েকমাস যাবত টাকা ফেরৎ চাচ্ছিলেন। শনিবার বিকেলে জানতে পারেন রহমত উল্লাহ পরিবার নিয়ে উধাও হয়েছেন। গত তিন দিন তার পরিবার এলাকা থেকে লাপাত্তা।
মোসা. রওশনারা নামে এক দিনমজুর নারী অভিযোগ করে বলেন, তিনি রাস্তায় চানাচুর ও ঝালমুড়ি বিক্রি করে রহমত উল্লাহর সমিতিতে এককালীন ২ লাখ এবং প্রতি মাসে ৪ হাজার টাকা করে আমানত রাখতেন। সব মিলিয়ে তিনি ৮ লাখ টাকা পাবেন। রিনা বেগম নামে অপর এক নারী অভিযোগ করে বলেন, তিনি মেয়ে বিবাহ দেয়ার জন্য ৩ লাখ টাকা এককালীন সমিতিতে রেখেছিলেন। এভাবে শত শত গ্রাহক একই অভিযোগ করেন।
গ্রাহকের কাছে আটক রহমত মিয়ার সমিতির ম্যানেজার মো. বেল্লাল মিয়া বলেন, শুনেছি তিনি চারদিন আগে পরিবার নিয়ে ঢাকায় গেছেন। সেই থেকে তার সাথে আমাদের আর কোন যোগাযোগ নেই। এখন গ্রাহকরা আমাদের আটকে রেখেছে।
নেছারাবাদ উপজেলার সমবায় কর্মকর্তা মো: হাসান রকি বলেন, তার সমিতির লাইসেন্স বরিশাল বিভাগ থেকে করা। তারা আমাদের আইন না মেনে চলতেন। শুনেছি এখন নাকি সমিতির পরিচালক পালিয়েছেন।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমীন জানান, বিষয়টি শুনেনি। আমি পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।