Homeপ্রবাসের খবরসেলিমা রহমান – প্রবাস খবর

সেলিমা রহমান – প্রবাস খবর


একটি গ্রুপ নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে অভিযোগ করে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু তা হতে দেয়া হবে না। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু তা করতে দেয়া হবে না।

বিএনপির স্থানীয় কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সব গ্রুপিং দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বান জানান সেলিমা রহমান।

কর্মশালায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বক্তব্য দেন।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত