Homeবিনোদনফের শিবানি শিবাজি রূপে রানী

ফের শিবানি শিবাজি রূপে রানী


বলিউডের রুপালি পর্দা কাঁপিয়ে ফের আসছেন সেই আগুনচোখা সাহসিনী শিবানি শিবাজি রায়। হ্যাঁ, আবারও তেজস্বী পুলিশ অফিসারের ভূমিকায় ফিরছেন রানী মুখার্জী। তবে এবার আরও ভয়ংকর, আরও রুদ্ধশ্বাস অভিযানের প্রতিশ্রুতি নিয়ে পর্দায় দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এরই মধ্যে ছবির শুটিং শুরু করে হয়েছে। রানী গত ২৬ মার্চ মুম্বাইয়ের ভিলে পারলের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে শুটিং শুরু করেছেন। সিনেমার ইউনিটটি সেখানে এক সপ্তাহ অবস্থান করে এবং অভিনেত্রীর সঙ্গে একাধিক দৃশ্য ধারণ করে।

আরও জানা যায়, এই সপ্তাহে ছবির শুটিং স্থানান্তর করা হয়েছে আন্ধেরির যশ রাজ স্টুডিওতে। ছবির কিছু মারধরের দৃশ্য এখানে ধারণ করার পরিকল্পনা রয়েছে। সিনেমার নির্মাতা অভিরাজ এই পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য ধারণের পরিকল্পনা করেছেন এবং বর্তমানে যে অংশগুলো ধারণ করা হচ্ছে, সেগুলো ছবির কাহিনির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে মারদানি ও মারদানি ২-তে যথাক্রমে মানব পাচার ও যৌন সহিংসতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছিল, তবে এবার মারদানি ৩-এ আরও বাস্তবধর্মী ও ঘরোয়া প্রেক্ষাপটে আঘাত হানবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ছবির প্রধান নায়ক ও খলনায়কের ভূমিকায় কারা অভিনয় করছেন, তা নিয়ে নির্মাতা এখনো মুখ খোলেননি।

গত বছরের ডিসেম্বরে মারদানি ৩ নির্মাণের ঘোষণা করে যশ রাজ ফিল্মস। ছবি নির্মাণের ঘোষণার সময় রানী একটি আনুষ্ঠানিক বিবৃতিতে নিজের উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।

সে সময় তিনি বলেন, পুলিশের পোশাক পরে আবার শিবানীর চরিত্রে অভিনয় করা সবসময়ই বিশেষ। এই চরিত্রটি আমাকে শুধুই ভালোবাসা দিয়েছে।

তিনি আরও বলেন, ‘মারদানি ৩’-তে এই সাহসী পুলিশ অফিসারের চরিত্রে আবার অভিনয় করতে পেরে আমি গর্বিত। এটি আমার তরফ থেকে সেইসব নিঃস্বার্থ, সাহসী, অচেনা পুলিশের প্রতি শ্রদ্ধার নিদর্শন, যারা প্রতিদিন আমাদের নিরাপদ রাখতে নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত