রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরোনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে পৌর সদরের পুরোনো পৌরসভা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাত একটার দিকে পুরোনো পৌরভবন কক্ষে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এর আগেই সেখানে থাকা টিসিবির তেল, মসুরের ডাল ও চাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।