Homeবিনোদনজীবনানন্দ দাশ হয়ে আসছেন খায়রুল বাসার

জীবনানন্দ দাশ হয়ে আসছেন খায়রুল বাসার


বহুকাল ধরে বাঙালি প্রেমিকের হৃদয়ে গোপন প্রিয়তমার রূপক হয়ে আছেন জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’। রহস্যময় চরিত্রটি নিয়ে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নাম ‘বনলতা সেন’। আগেই জানা গিয়েছিল, এতে অভিনয় করবেন খায়রুল বাসার। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করেছেন, সে সম্পর্কে কিছুই বলেননি নির্মাতা কিংবা অভিনেতা। এবার জানা গেল, পর্দায় জীবনানন্দ দাশ হয়ে আসছেন খায়রুল বাসার।

জীবনানন্দ দাশ চরিত্রে অভিনয় প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘জীবনানন্দকে নিয়ে নির্মিত সিনেমায় কাজ করা নিঃসন্দেহে আমার জন্য সৌভাগ্যের। তিনি আমার প্রিয় কবি। তাঁর কবিতা পড়ে ভাবনার গভীরতা তৈরি হয়। পর্দায় জীবনানন্দ দাশ হয়ে ওঠা অনেক চ্যালেঞ্জিং ছিল। পুরো প্রসেসটা আমার জন্য জটিল ছিল। শুটিং শুরুর তিন মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। একসঙ্গে বসে স্ক্রিপ্ট রিডিং, রিহার্সাল করেছি। পরিচালকের কাছ থেকে ভালোভাবে জেনে নিয়েছিলাম, পর্দায় জীবনানন্দ দাশ চরিত্রটিকে তিনি কেমন দেখতে চান। সেভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। তারপরও শুটিংয়ের সময় কিছু চ্যালেঞ্জ তো থাকেই। সবার সহযোগিতায় সেগুলো উতরে যাওয়ার চেষ্টা করেছি। আমরা সবাই মনে করি, দর্শকের জন্য চমকপ্রদ একটি সিনেমা হতে যাচ্ছে এটি।’

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা অনেক বেশি দায়বদ্ধতার। রিসার্চ করা, প্রস্তুতি নেওয়া, উপযুক্ত অভিনয়শিল্পী খোঁজা—পুরো প্রক্রিয়াটা অনেক কঠিন ছিল। সিনেমার জন্য সবাইকে প্রস্তুত করে নেওয়ার একটা বিষয় ছিল। দীর্ঘদিন আমরা রিহার্সাল করেছি। এই সিনেমার অনেক বড় একটা পার্ট ছিল প্রোডাকশন ডিজাইন। আমাদের দেশে এগুলো অ্যাভেইলেবল না। আমি পর্দায় যেভাবে সিনেমাটি দেখতে চাই, তা প্রস্তুত করতে অনেক সময় লেগে যায়। সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। গত বছরে মুক্তির কথা ভাবলেও দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে তা আর হয়নি। সব ঠিক থাকলে শিগগির মুক্তির ঘোষণা দেওয়া হবে।’

বনলতা সেন সিনেমায় আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।

সামনেই তানভীর মোকাম্মেলের নতুন সিনেমায় অভিনয় করবেন খায়রুল বাসার। পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমাটি তৈরি হচ্ছে। শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্ম পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথি, আপনজন। একসময় গ্রামে সংঘাত হয়। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করবেন খায়রুল বাসার।

সিনেমাটি নিয়ে খায়রুল বাসার বলেন, ‘নির্মাতার দিক থেকে এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই এই সিনেমা নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। শুট শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এখন পিছিয়ে বছরের শেষ নাগাদ শুরুর পরিকল্পনা করা হয়েছে। আগামী অক্টোবর থেকে রিহার্সাল শুরুর কথা রয়েছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত