Homeজাতীয়ইউক্রেনকে সহায়তা করতে নারাজ ট্রাম্প; দুষলেন জেলেনস্কি, পুতিন ও বাইডেনকে

ইউক্রেনকে সহায়তা করতে নারাজ ট্রাম্প; দুষলেন জেলেনস্কি, পুতিন ও বাইডেনকে


ইউক্রেন জুড়ে অভিযান আরো জোরদার করেছে রাশিয়া। জেলনস্কি বাহিনীর ঘাটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র চালানোর দাবি করেছে মস্কো।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে চালানো এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল সুমিতে আবারও হামলা করেছে বলেও দাবি জানায়।

ইউক্রেনে টানা দুই দিনের হামলায় বেড়েছে হতাহতের সংখ্যা। ইউক্রেনের অভিযোগ, রুশ হামলায় বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। কিন্তু রাশিয়া বলছে, মামলা চালানো হয়েছিল ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ইউক্রেনে চলতি মাসে আকাশ থেকে এ পর্যন্ত ২০০ এরও বেশি বোমা ফেলেছে রুশ সেনারা। বিভিন্ন পাল্লার সাতটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

পশ্চিমা সহায়তা কমে যাওয়ায় বিপাকে পড়লেও পরুশ বাহিনীকে‌পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার কুর্স শহরে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। এতে কয়েকজন হতাহত হয়েছেন।

এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারো ভলোদিমির জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প। সোমবার হোয়াই হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, নিজের চেয়ে ২০ গুণ শক্তিশালী কারো সাথে যুদ্ধে জড়িয়ে অন্য দেশ থেকে ক্ষেপণাস্ত্র পাবার আশা করা উচিত নয়।

এমনকি চলমান যুদ্ধে পুতিন, জেলেনস্কি আর বাইডেনের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ মারা গেছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদী বলেও জানান ট্রাম্প।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত