এফবিসিসিআইয়ের সংস্কার কার্যক্রম খুবই ধীরগতিতে চলছে মন্তব্য করে নেতারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সংস্কার করে আগামী তিন মাসের মধ্যে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা প্রয়োজন।
ব্যবসায়ীরা আরও জানান, সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিনা) আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এফবিসিসিআই থেকে প্রতিনিধি হয়েছে হিসেবে যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁদের অনেকেই এফবিসিসিআইয়ের সদস্য নন। তবে এফবিসিসিআইয়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের সদস্যসচিব সংগঠনের সাবেক পরিচালক মো. জালালউদ্দীন, যুগ্ম আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মীর নিজাম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পরিচালক নিজামউদ্দীন রাজেশ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পরিচালক আবু মোতালেব, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পরিচালক শফিকুল ইসলাম ভরসা, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হাফেজ হারুন প্রমুখ।