Homeবিনোদনঅস্কারের শততম আসরে যুক্ত হচ্ছে স্ট্যান্ট ডিজাইন বিভাগ

অস্কারের শততম আসরে যুক্ত হচ্ছে স্ট্যান্ট ডিজাইন বিভাগ


একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের যাত্রা শুরু হয়েছিল ১৯২৯ সালে। শুরুর দিকে নির্দিষ্ট কিছু বিভাগে পুরস্কার দেওয়া হতো। ধীরে ধীরে সময়ের প্রয়োজনে যুক্ত হয়েছে নতুন বিভাগ। এখন মোট ২৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত হন শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা। ২০২৮ সালে আয়োজিত হবে অস্কারের শততম আসর। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের বোর্ড অব গভর্নর গতকাল জানিয়েছে, শততম আসর থেকে অস্কারে যুক্ত হচ্ছে স্ট্যান্ট ডিজাইন বিভাগ। ২০২৭ সালে মুক্তি পাওয়া সিনেমাকে প্রথমবারের মতো এ বিভাগে পুরস্কার দেওয়া হবে।

চিত্রনাট্য, অভিনয়, পরিচালনা, মেকআপ, সম্পাদনা, চিত্রগ্রহণ কিংবা অ্যানিমেশন, ভিএফএক্সের মতোই চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ স্ট্যান্ট ডিজাইন। একটি সিনেমার অ্যাকশন দৃশ্য কীভাবে তোলা হবে, সেটা সাজিয়ে তোলেন স্ট্যান্ট ডিজাইনার। তাঁদের নিপুণ হাতে পূর্ণতা পায় এসব দৃশ্য। ঝুঁকিপূর্ণ দৃশ্যে তাঁরাই নির্মাতাদের ভরসা। কিন্তু অস্কারে এত দিন উপেক্ষিত ছিলেন তাঁরা। এখন থেকে অস্কারে স্ট্যান্ট ডিজাইনের সঙ্গে যুক্ত শিল্পীরাও স্বীকৃতি পাবেন।

স্ট্যান্ট ডিজাইন বিভাগটি অস্কারের তালিকায় যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নির্মাতা ও প্রযোজক ডেভিড লিচ। স্ট্যান্ট পারফরমার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ডেভিড লিচের সঙ্গে স্ট্যান্ট কো-অর্ডিনেটর ও ডিজাইনার ক্রিস ও’হারা একাধিকবার দ্য একাডেমি কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন এ ব্যাপারে। কয়েকটি প্রেজেন্টেশন দিয়েছেন তাদের সামনে। তাদের অনবরত চেষ্টার ফলে অবশেষে বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে অস্কার কর্তৃপক্ষ, যুক্ত করেছে স্ট্যান্ট ডিজাইন বিভাগ।

একাডেমির সিইও বিল ক্রামার ও প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং এক বিবৃতিতে বলেন, ‘চলচ্চিত্রের ইতিহাসের শুরু থেকেই ফিল্ম মেকিংয়ের গুরুত্বপূর্ণ অংশ স্ট্যান্ট ডিজাইন। আমরা এই প্রযুক্তিগত ও সৃজনশীল শিল্পীদের উদ্ভাবনী কাজতে সম্মান জানাতে পেরে গর্বিত।’ সর্বশেষ অস্কারে যুক্ত করা হয়েছে বেস্ট অ্যাচিভমেন্ট ইন কাস্টিং বিভাগ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত