Homeদেশের গণমাধ্যমেলিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্ত সিকৃবির

লিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্ত সিকৃবির


বাংলাদেশে লিচুর গান্ধি পোকা এবং লাউ ফসলের স্যাপ বিটলের নতুন জাত শনাক্ত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিজ্ঞানীরা। সিকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. ফুয়াদ মন্ডলের নেতৃত্বে একদল গবেষক এ নতুন দুটি পোকার জাত শনাক্ত করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিকৃবির উপাচার্যের সম্মেলন কক্ষে এ দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা-বিষয়ক লিফলেট উন্মোচন করা হয়।

গবেষণায় দেখা গেছে, লিচুর নতুন গান্ধি পোকাটি সাধারণ গান্ধি পোকার চেয়ে আকারে বড়। এই শোষক পোকাটি লিচুর কচি পাতা, কাণ্ড এবং ফলের রস শোষণ করে। ফলে কচি লিচু শুকিয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। মারাত্মক আক্রমণের ফলে লিচুর প্রায় ৮০ শতাংশ ফলন হ্রাস পায়।

অন্যদিকে, লাউয়ের স্যাপ বিটল দলবদ্ধভাবে লাউয়ের প্রজনন পর্যায়ে পুরুষ ফুলে ব্যাপক আক্রমণ চালায় এবং সমস্ত পরাগ রেণু খেয়ে ফেলে। এতে পরাগায়ণ না হওয়ায় লাউয়ের ফল ধারণে ব্যাঘাত ঘটে এবং ফলন মারাত্মকভাবে হ্রাস পায়।

সিকৃবির উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে লিফলেট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএই এর ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল এবং প্রশাসন, অর্থ ও সাপোর্ট সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. কাজী মজিবুর রহমান।

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সিকৃবির রিসার্চ সিস্টেমের (সাউরেস) পরিচালক অধ্যাপক মোহাম্মদ মাহবুব ইকবাল, রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মো. আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. সাইফুল আলম বলেন, “কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে শিক্ষার পাশাপাশি গবেষণাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ডিএই এর সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে সিকৃবির উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম ডিএই মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলমের কাছে নতুন দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট কৃষকদের মধ্যে বিতরণের জন্য হস্তান্তর করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত