Homeসাহিত্যসারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে আরেক বিয়ের ভিডিও ভাইরাল

সারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে আরেক বিয়ের ভিডিও ভাইরাল


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম গত শুক্রবার (৩১ জানুয়ারি) পারিবারিকভাবে বিয়ে করেছেন। সারজিস আলমের বিয়ে উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকেই বিয়ের ছবি প্রকাশ করে তাঁকে শুভেচ্ছা জানান। তবে সারজিস তাঁর স্ত্রীর পরিচয় বা বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি। কিন্তু সারজিস আলমের বিয়ের দৃশ্য—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

মুক্তপথ ’MuktoPoth’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩১ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টায় প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘বিয়ে করলেন সার্জিস আলম…’ (বানান অপরিবর্তিত) ভিডিওটিতে একজন তরুণের ওভার দ্যা শোল্ডার শটে একজন তরুণীর ঘোমটা খুলতে দেখা যাচ্ছে।

আজ (রোববার) সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ভিডিওটি প্রায় সাড়ে চার হাজারবার দেখা হয়েছে এবং ৩৫টি রিঅ্যাকশন পড়েছে।

রূপালী বাংলাদেশ সংবাদমাধ্যমের ফেসবুক পেজ (Rupali Bangladesh Digital) ও ‘Dhaka Bangla TV ঢাকা বাংলা টিভি’ নামে ফেসবুক পেজ থেকেও প্রায় একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে, ‘ব্লসম এক্স বাই তারমিম সুভা (Blossom•X by Tarmim Subha)’ নামে ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। এই পোস্টটি ২০২৩ সালের ২২ জুন করা হয়।

সারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সাথে ব্লসম এক্স বাই তারমিম সুভা নামে পেজের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
সারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সাথে ব্লসম এক্স বাই তারমিম সুভা নামে পেজের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওটির ক্যাপশন থেকে, এটি কার বিয়ে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ক্যাপশনে ‘তাসমিয়া তাবাসসুম মম (Tasmia Tabassum Momo)’ নামে একজনের নাম উল্লেখ থাকতে দেখা যায়।

ভিডিও সারজিস আলমের বিয়ের দেড় বছর আগে থেকেই ফেসবুকে পোস্ট করা হয়েছে। অর্থাৎ, এই ভিডিওটি সারজিস আলমের বিয়ের নয়।

এটি কার বিয়ে—এই বিষয়ে জানতে ‘ব্লসম এক্স বাই তারমিম সুভা (Blossom•X by Tarmim Subha)’ নামে ফেসবুক পেজের ভিডিওর ক্যাপশনে থাকা ‘তাসমিয়া তাবাসসুম মম (Tasmia Tabassum Momo)’ নাম ফেসবুকে সার্চ করলে ছড়িয়ে পড়া ভিডিওর প্রায় কাছাকাছি দৃশ্যের ছবিসহ একটি পোস্ট পাওয়া যায়। ছবিটি ‘Tasmia Tabassum Momo’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ১ জানুয়ারিতে দেওয়া পোস্টে যুক্ত ছিল।

এই পোস্টে তিনি ২০২২ সালের ২৯ ডিসেম্বরে রাগিব নূরের (Raghib Noor) সঙ্গে তাঁর বিয়ের কথা জানান। যার মানে এই পোস্টের ছবিগুলো তাঁর বিয়ের দৃশ্য ছিল।

Tasmia Tabassum Momo নামের ফেসবুক অ্যাকাউন্টটিতে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা ছিল। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যসহ তাঁর একটি ভিডিও পাওয়া যায়। পোস্টটি ২০২৪ সালের ১৫ আগস্ট করা হয়।

সারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিও নিয়ে তাসমিয়া তাবাসসুম মম নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিডিও। ছবি: স্ক্রিনশট

সারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিও নিয়ে তাসমিয়া তাবাসসুম মম নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিডিও। ছবি: স্ক্রিনশট

ভিডিওতে তিনি জানান, তাঁর নাম মম। ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে তিনি জানান, ভিডিওর মেয়েটা সে। তবে ছেলেটা সারজিস আলম না। এটি তাঁর বিয়ের ভিডিও। তিনি তাঁর ফেসবুক পেজ থেকে বিয়ের সময় এই ভিডিওটি প্রকাশ করলে এটি তখন ভাইরাল হয়ে যায়।

সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর বিয়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ডিসেম্বরে তাসমিয়া তাবাসসুম মম ও রাগিব নূরের বিয়ের ভিডিও সারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত