Homeসাহিত্যসাজেদুল ইসলামের উপন্যাস ‘জলকপোত’

সাজেদুল ইসলামের উপন্যাস ‘জলকপোত’


অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাজেদুল ইসলামের উপন্যাস ‘জলকপোত’।

‘জলকপোত’ এক নারীর গল্প, সশস্ত্র সংগ্রামে নিবেদিত এক দম্পতির বীরোচিত তৎপরতার আখ্যান। নায়িকার আঁখিযুগল প্রেম ও প্রতিশোধে পূর্ণ, ভঙ্গি নিরাভরণ। তার সঙ্গীদের প্রত্যেকে পর্যায়ক্রমে বিভ্রান্তিতে আক্রান্ত, সংকল্পে আবদ্ধ আর আকাঙ্ক্ষায় অবিচল। মেঘে, বৃষ্টিতে ও বর্ষাকালে আখ্যানের ক্রমবিকাশ নিমজ্জিত। বর্ষাপীড়িত নদীর ঢেউ, চঞ্চল কালো নৌকা, নির্বিকার মাঝি, সবুজগুল্ম এবং একদল বিপ্লবীর সংস্পর্শে এই গল্প পরিণত। অন্যায়-অনাচার উচ্ছেদে সোনালি ধানের মাঠ, ফসলের প্রকৃত হকদার কৃষক এবং একটি পেয়ারাবাগান কীভাবে সুবাস ছড়িয়ে পথ রচনা করল-তা আখ্যানের অন্যতম উপজীব্য। আখ্যানভাগের ভিত্তিভূমিজুড়ে গ্রামীণ অর্থনীতি, চাতালের কারবার, লোকসমাচার এবং জীবনসংকটের বিস্তীর্ণ আলাপ বিদ্যমান। উপন্যাসের চরিত্ররা প্রেমাসক্ত, প্রকৃতিকাতর, বিপ্লবের প্রতি মোহাবিষ্ট এবং উত্থানাকাঙ্ক্ষী। শেষতক তারা ব্যক্তিত্বে প্রগাঢ়, মননে তীব্রতর এবং চিন্তায় স্থির-যা আখ্যানকে এক অমীমাংসিত সত্যের মুখোমুখি নিয়ে যায়।

প্রচ্ছদ: রুবাইয়াত ইবনে নবী।
প্রকাশনী: চন্দ্রাবতী একাডেমি।
মূল্য: ৩৫০ টাকা।
স্টল নং: ৩৮৩-৩৮৫।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত