Homeসাহিত্য“সংস্কৃতিবাংলা” সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা

“সংস্কৃতিবাংলা” সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা


জুলাই গণঅভ্যুত্থানে উজ্জীবিত জনগোষ্ঠীর গণতান্ত্রিক ও মানবিক আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে বৃহত্তর সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ‘সংস্কৃতিবাংলা’-এর ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

অধ্যাপক মাসউদ ইমরানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন কবি ও কথাসাহিত্যিক চঞ্চল আশরাফ, কবি ও সমালোচক সোহেল হাসান গালিব, কবি ও সাংবাদিক হিজল জোবায়ের। কমিটিতে সদস্য হিসেবে আছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক কুমার চক্রবর্তী, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন, কবি ও গবেষক মাহবুব কবির, কবি ও নাট্যকার জেনিস মাহমুন, কবি ও চলচ্চিত্রকার টোকন ঠাকুর, থিয়েটার শিল্পী নাসরিন মাহমুন, চিকিৎসক ও গবেষক শাহনাজ পারভীন, কথাসাহিত্যিক ও শিক্ষক জেসমিন মুননী, সাংবাদিক নাসরিন আখতার, লেখক ও গবেষক নূরুননবী শান্ত, লেখক ও অনুবাদক সৈয়দ ফায়েজ আহমেদ, কথাসাহিত্যিক ও শিক্ষক কামরুন নাহার শীলা, উন্নয়নকর্মী ও গবেষক গোলাম আরিফ, কবি ও ব্যাংকার নাদিম মাহমুদ, শিক্ষক জিনাত জাহান পন্নী, সংস্কৃতিকর্মী তানজিলা আক্তার তমা, চিকিৎসক সাকিব হাসান ধ্রুব, লেখক ও অনুবাদক কে এম রাকিব, অর্থনীতি গবেষক তানভীর সোবহান, চলচ্চিত্রকর্মী মাহমুদা মাহিয়া ভূঁইয়া, মিউজিশিয়ান প্রাগাতা নাওহা মাহমুন, শিক্ষার্থী ওয়াহিদ মুগ্ধ, শিক্ষার্থী সৈয়দ নাজমুল আজম আলিফ, শিক্ষার্থী সাবিল আহমেদ, শিক্ষার্থী ঋষভ জাবিন আশরাফ এবং শিক্ষার্থী ফাইয়ায আনাম স্বনন।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বলা হয়েছে, বাংলা ভূগোল, ভাষা ও জনগোষ্ঠীকে কেন্দ্র করে সামষ্টিক সংস্কৃতির একটি নতুন রূপরেখা নির্মাণে প্রত্যয়ী ‘সংস্কৃতিবাংলা’। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে দেশের ভেতরে ও বাইরে ছড়িয়ে থাকা কোটি মানুষের সাংস্কৃতিক অভিপ্রায়কে ঐকতানে জাগিয়ে তোলার অদম্য স্পৃহায় সূচনা হলো এই সংগঠনের। জাতি-পরিচয়ের রাজনীতি এবং বিভেদ ও বিদ্বেষ-চর্চার অপসংস্কৃতির বিরুদ্ধে মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই সংগঠনের মূল লক্ষ্য। আমাদের কাছে রাষ্ট্র নয়, মানুষ বড়। মতাদর্শের অন্ধত্ব ও দাসত্ব নয়, মননের স্বাধীনতা; স্থবিরতা-অবদমন নয়, প্রাণোচ্ছ্বাসই আমাদের অভীষ্ট। আমরা মিলতে ও মেলাতে চাই, ছাড়তে চাই না, ছড়াতে চাই; জড়াতে চাই প্রাণের ভাষায় পরস্পরে। মানুষের চিন্তা ও ভাব প্রকাশের নিরঙ্কুশ মুক্তির চেয়ে বড় কিছু নাই। আমাদের পরম আরাধ্য সেই মুক্তি।

আগামী জানুয়ারিতে কর্মী-সম্মেলনের ভিতর দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সংগঠনের কর্মী হিসেবে দেশবিদেশে বসবাসকারী বাঙালি-বাংলাদেশি কমিউনিটি থেকে তাদেরই যুক্ত করা হবে যারা বিগত সরকারের ফ্যাসিবাদ বিরোধী তৎপরতার সঙ্গে নানাভাবে সম্পৃক্ত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত