শব্দ যখন দহন করে প্রেমের মতোই দারুণ
শব্দ যখন আঁকতে পারে অস্তাচলে অরুণ
শব্দ যখন বৃষ্টি নামায় আমার বুকের গহিন
শব্দ যখন আকুল বাজায় তোমার মনের বীণ
তোমার ঠোঁটে ছোঁয়াই তখন তর্জনীটি আর
আমার বুকে ঝড় আনে সেই আপন-মানা হার!
শব্দ যখন সব নিয়ে মোর হারায় সুদূর পার
শব্দ যখন ওষ্ঠে ভাসায় নিঠুর তিরস্কার
শব্দ যখন আদর মাখে নদীর জলের আর
শব্দ যখন উথালপাথাল ছায়ার স্বপ্নদ্বার
তোমায় পেয়ে হারাই তখন শব্দনদীর ডাক
তোমার বুকে আমার মুখে রক্তিম নির্বাক!
শব্দ যখন নির্বাসনে পাঠায় অন্তঃপুর
শব্দ যখন প্রখর রোদে পোড়ায় আমার সুর
শব্দ যখন কপাট আঁটে মুখের উপর আর
শব্দ যখন ভুল বুঝিয়ে মানায় আমায় হার;
আমার বুকে ঝড় আসে আর তোমার বজ্রনাদ
কাঁপায় আমায়, লেহন করি মৃত্যুসুখের স্বাদ!