জানলাম বনলতা সেনের চোখে যে নীড়ত্বের নিবিড় আশ্রয়ের কথা লেখা হয়েছে তা আমাকে নিয়ে লেখা নয় তোমাকে নিয়ে লেখা। ‘কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো/গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে…’ মনিয়ার কথা জানার পর জানলাম পৃথিবীর রাঙা রাজকন্যার যে বেতের ফলের মতো ম্লান চোখ তার সাথে পর্তুগিজ বংশোদ্ভূত মনিয়াকে সহজে মেলানো যায়। আমার অবশ্য মনে হলো, ইয়েটস বা এডগার এলেন পো-এর কবিতার সাথে সবচেয়ে বেশি মেলানো যায় এই… বিস্তারিত