‘ঢাকার মেয়েরা এমনই জ্যান্তখেকো’— এমনটাই বলেছিলে না? কী মানে এর? তোমার দাদার সংসার থেকে কতটুকু খেয়েছি আর কতটুকু দিয়েছি তা তোমার খুব ভালোই জানা আছে বেবী। অন্য সকলে আমাকে খারাপ জানুক, তবু তোমার মুখে একথা শোভা পায় কি? পরিবারের সকলে সারাজীবনই আমার বিপক্ষে ছিল তাই বলে তুমিও! সব জেনে বুঝেও এমন অশ্লীল মিথ্যাচার করতে পারলে! অথচ তোমার সাথে আমি সাধ্যের অতীত ভালো ব্যবহার করেছি কিনা বলো? তুমি যা করেছ তার… বিস্তারিত